শিশুরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। সেজন্যই শিশুকে গড়ে তুলতে হবে আগামীর যোগ্যতম নাগরিক হিসেবে। শিশুর বুদ্ধি বিকাশের জন্য চাই নিবিড় পর্যবেক্ষণগত তত্ত্বাবধান, বাধাহীন,নিয়ন্ত্রিত, সৌহার্দ্যপূর্ণ, নিঃসঙ্কোচ ও আনন্দঘন পরিবেশ। যেখানে থাকবে না ধমকের বজ্রধ্বনির রক্তচক্ষু প্রদর্শন,অবজ্ঞা, অসম্মানের গ্লানি, ও দৈহিক নির্যাতন। তদস্থলে বিরাজ করবে উৎসাহ, উদ্দীপনা ও দরদ জড়ানো নিয়ন্ত্রিত শাসন। অনুরূপ একটি কাঙ্ক্ষিত পরিবেশে শিশুদের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার দৃঢ় প্রত্যয়ে রচিত হয়েছে "খিদিরপুর মডেল একাডেমি "প্রতিষ্ঠার স্বপ্ন। ২০১০ সালের কোন একটি শুভক্ষণে নরসিংদী জেলার সর্ব উত্তরে মনোহরদী থানার উত্তর-পশ্চিম কোণে, ব্রহ্মপুত্রের কুল ঘেঁষে গাছ গাছালি পাক পাখালি ছায়াসুনিবীর পাখির কলতানে মুখরিত খিদিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খিদিরপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এই খিদিরপুর মডেল একাডেমি। প্রতিষ্ঠার শুরু থেকে সচেতন অভিভাবকগণ কর্তৃক আদৃত হয়ে আসছে শিক্ষাঙ্গনটি। দূর থেকে দূরান্তের মানসম্মত শিশুশিক্ষার তীব্র বাসনা পোষণকারী অভিভাবকগণকে অহর্নিশ হাতছানি দিয়ে ডাকছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে সেই হাতছানিতে সাড়া দিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার প্রত্যন্ত অঞ্চলের শতাধিক অভিভাবকগণ তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন এই প্রতিষ্ঠানে।